আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৫৮

সিলেটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮৫ জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২০, ১২:১০ অপরাহ্ণ
সিলেটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮৫ জন

করোনা পজেটিভ।

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত একদিনে বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা ও সিটি করপোরেশন এলাকায় মরণব্যধি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫জন।

বৃহস্পতিবার (১১ জুন) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা সনাক্ত হয়।

এ নিয়ে এ জেলা ও মহানগরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৪৮ জনে।

বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, দক্ষিণ সুরমার দুজন, বালাগঞ্জের একজন এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বাহুবলের একজন রয়েছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, এ দিন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ল্যাবে সিলেট জেলার ১৮৯ জনের শরীরের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০