আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৫৩

শনিবার থেকে ইংল্যান্ডে লকডাউন আরো শিথিল হচ্ছে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ
শনিবার থেকে ইংল্যান্ডে লকডাউন আরো শিথিল হচ্ছে

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-ছবি: সংগৃহীত

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন থাকা ইংল্যান্ডে শনিবার থেকে আরো শিথিল হচ্ছে। একাকিত্ব দূরিকরণে এখন আর সামাজিক দূরত্ব বজায় না রাখালেও চলবে ইংল্যান্ডের মানুষজনকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, শনিবার থেকে ইংল্যান্ডে একাকি বসবাসকারীরা একে অন্যের ঘরে যাওয়া এমনকি আত্মীয় স্বজনদের ঘরে যাত্রী যাপন করতে পারবেন। এতে সামাজিক দূরত্ব বজায় না রাখলেও চলবে।

১৮ বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা তাদের দাদা-দাদী, নানা-নানী এবং বাবা-মায়ের সাথে গিয়ে দেখা করতে পারবেন। প্রয়োজনে রাত্রী যাপনেরও সুযোগ রয়েছে।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন লোকজনের নি:সঙ্গতা কাটাতে এই প্রদক্ষেপ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বেশিরভাগ শিশুদের আর সেপ্টেম্বরের আগে স্কুলে যেতে হবে না বলেও নিশ্চিত করেন।

এদিকে আগামী ১৫জুন থেকে অতিপ্রয়োজনীয় নয় এমন দোকান-পাট খুলে দেয়া হচ্ছে। এর ফলে বেকার হয়ে বসে থাকা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃস্টি হবে।

একই ভাবে খুলে দেয়া হচ্ছে চিডিয়াখান, সাফারি পার্ক, সিনেমা। ফলে মানুষ লকডাউন পরবর্তী বিনোধন করার সুযোগ পাবে।

আরও পড়ুন:  রাতে মাসুদাকে হুমকী, নারী কাউন্সিলরদের কর্মসূচী স্থগিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১