মো. নুরুল হক
কাটছে সবার দিন- রজনী
এ কোন্ বন্দিদশায়!
করোনার ভয় বুকে নিয়ে
নিত্য- প্রহর কাটায়।
করোনাটা মেতেছে এ কোন্
কঠিন মরণ-নেশায়!
বিষিয়ে থাকা জীবন নিয়ে
আছি বাঁচার আশায়।
বাঁচব কি/ না মরব সেটা
কেবল জানেন রব-এ,
বাঁচতে হলে সবাই এখন
ঘরে থাকতে হবে।
সেদিন যাঁরা বড় গলায়
করছে তুচ্ছ-জ্ঞান,
হাসপাতালে তাঁরা-ই আজ
মরণ-যন্ত্রণায় কাঁতরান!
জানেনা কেউ কবে হবে
এ যন্ত্রণার শেষ,
আসবে ফিরে ভবে কবে
শান্তি-সুখের রেশ।
সেই একটি দিনের আশায়
মহান রব ‘র কৃপা চেয়ে
বসে আছি বাসায়।