সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট রেড জোন: মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ২৭৯ জনকে জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২০, ০৮:৩৩ অপরাহ্ণ
সিলেট রেড জোন: মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ২৭৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: করোনার রেড জোন সিলেট। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ বৃহস্পতিবার করোনা হাসপাতাল খ্যাত শহীদ সামসুদ্দিন হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

কোনোভাবেই সতর্ক হচ্ছেন না মানুষজন।স্বাস্থ্যবিধি না মানায় ২৭৯ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত সিলেট নগর ও জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য সিলেট মহানগর এলাকায় ৮টি টিম এবং সিলেটের সকল উপজেলায় ১১টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ২৭৯ জনকে জরিমানা করা হয়। এছাড়া সাধারণ জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে মাইকিংও করা হয়।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১