সংবাদ বিজ্ঞপ্তি:: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২তম কারামুক্তি দিবস উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর যুবলীগ।
আজ ১১ জুন, বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য, সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবিদুর রহমান শিপলু, আফজল হোসেন, এমদাদ হোসেন ইমু, সাকরিয়া হোসেন সাকির, আবির হাসান রানা, নাজমুল ইসলাম চৌধুরী, মুসাদ্দিক নবী, ইসলাহ উদ্দিন বাবলু, সাবেল আহমদ, রায়হান রনি, পাঠান মোর্শেদ খান, আমিনুল ইসলাম আমিন, রুহুল আমিন, অনুজ তালুকদার, মঈন উদ্দিন চৌধুরী, ফয়েজ আহমদ, সাদিকুর রহমান সোহাগ, লোকমান আহমদ প্রমুখ।