![](https://www.sylheterbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিলেটের বার্তা ডেস্ক:: দেশে মহামারী করোনাভাইরাসে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩৭ জন। আর নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১শ’ ৮৭ জন।
গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আর করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৯ জনে।
আজ ১১ জুন, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৫ লাখের মতো। মৃতের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ।