আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৩৪

করোনায় সিলেটে তিনজনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২০, ০২:৩৬ অপরাহ্ণ
করোনায় সিলেটে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিলেটে করোনা রোগীদের একমাত্র সেবাকেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৃথক সময়ে তারা মারা যান।

মারা যাওয়াদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

আজ ১১ জুন, বৃহস্পতিবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মতিন মিয়া। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন হচ্ছেন নিলেট শহরতলীর শাহপরান এলাকার আব্বাস উদ্দিন ও খাদিমনগর এলাকার পারভিন বেগম।

আরও পড়ুন:  সুনামগঞ্জে চপল পূণরায় চেয়ারম্যান নির্বাচিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০