নিজস্ব প্রতিবেদক:: সিলেট মেট্রােপলিটন এলাকার শিববাড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১১ জুন, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের (শিববাড়ী বাজারের সন্নিকট) ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত অনুমান ৪০ বৎসর বয়সের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন সিলেটের বার্তাকে বলেন, মৃতের পরনে ছিল গ্যাবাডিন প্যান্ট, চেক হাফ হাতা শার্ট। শার্টের পকেটে অ্যানরিল (ANRIL) স্প্রে, ম্যাক্সিমা-৪০ (MAXIMA-40) ও ডমিলিন ট্যাবলেট পাওয়া গেছে।
বর্তমানে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। অজ্ঞাতের পরিচয়ের জন্য মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ০১৭১৫-১২৮৮৯০ এবং ০১৭৯১-১১১৩৪৯