সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অচেতন সেই যুবকের পরিবারকে খোঁজে বের করল মোগলাবাজার থানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২০, ০১:০১ অপরাহ্ণ
অচেতন সেই যুবকের পরিবারকে খোঁজে বের করল মোগলাবাজার থানা

নিজস্ব প্রতিবেদক:: অচেতন অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করানো সেই যুবকের পরিবারকে খোঁজে বের করেছে মোগলাবাজার থানা পুলিশ।

মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেনের নির্দেশে এসআই রাজীব কুমার রায় জকিগঞ্জ থানা পুলিশের সহায়তা নিয়ে সেই যুবকের পরিবারকে খোঁজে বের করতে সক্ষম হন।

আরও পড়ুন: অসুস্থ অজ্ঞাত যুবকের পরিবারের সন্ধান চায় মোগলাবাজার পুলিশ

বিষয়টি নিশ্চিত করে ওসি আখতার হোসেন সিলেটের বার্তাকে বলেন, গত ৮ জুন বিকেলে মোগলাবাজার থানাধীন গোটাটিকর পয়েন্ট সংলগ্ন রিয়াজ মিয়ার গ্যারেজের সামনে সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ রাস্তার পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত নামা যুবকে পেয়ে মোগলাবাজার থানা পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তার শারীরিক অবস্থার উন্নতি হলে সে নিজের নাম নাম ইমন আহমদ (১৮) পিতা-আবুল কালাম, সাং- আনন্দপুর, থানা- জকিগঞ্জ জেলা- সিলেট বলে জানায়।

এর পর তার পরিবারকে খোঁজে বের করতে সক্ষম হয় পুলিশ। ইমন আহমদ এর পিতা আবুল কালাম ওসমানী হাসাপাতালে এসে ছেলেকে সনাক্ত করেন।

ইমনের পিতা জানান, পরিবারের সাথে ঝগড়া করে ৩ মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে আসে।

অনেক খোঁজাখোজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় নি। ছেলেকে পেয়ে পিতা আনন্দ-আপ্লুত হয়ে মোগলাবাজার থানা পুলিশের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১