আজ মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২০, ১২:১২ অপরাহ্ণ
ছাতকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যান

সিলেটের বার্তা ডেস্ক:: করোনার রেড জোন সুনামগঞ্জের ছাতকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত উপজেলার কালারুখা ইউপি চেয়ারম্যান অদুদ আলম ও তার স্ত্রী রাফিজা বেগম।

এছাড়া উপজেলাটিতে নতুন করে আরও ১৯জনের শরীরে ধরা পড়েছে এ ভাইরাসটি।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজাহারুল ইসলাম।

বুধবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা করোনা রোগ সনাক্ত হয়।

তিনি জানান নতুন করে সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার ৫ জন, বাগবাড়ি এলাকার একজন, ছাতক বাজারের দু’জন, গনক্ষাই এলাকার একজন, কালারুকায় ইউপি চেয়ারম্যান ও তাঁর স্ত্রীসহ তিনজন, শিমুলতলার একজন, হাসনাবাদ গ্রামের একজন, শিমুলতলা গ্রামের একজন, জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর, হাবিদপুর, দেবেরগাঁও গ্রামের একজন রয়েছেন।

এ নিয়ে উপজেললায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৩ জনে। এর মধ্যে মারা গেছেন তিনজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

সিলেটের বার্তা ডেস্ক

আরও পড়ুন:  পূর্ব লন্ডনে জগন্নাথপুরের গৃহবধূ খুন