সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ: বাড়তেই চলেছে। মহামারী এই ভাইরাসে সিলেটে এ পর্যন্ত আক্রান্ত বেড়ে ১ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে।
আজ ১০ জুন, বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের জানান, ওসমানীর ল্যাবে বুধবার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১হাজার ৪৩জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। আর সুস্থ হয়েছেন ১৩১ জন।