
সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনা ভাইরাসের উপসর্গ কেড়ে নিল সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটের এক ব্যবসায়ীর প্রাণ।
মারা যাওয়া ব্যবসায়ী মো. আব্দুল করিম (৫২) মার্কেটের সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক।
আজ ১০ জুন, বুধবার বেলা আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।
জানা যায়, গত ৩ দিন ধরে জ্বর, মাথা ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। বুধবার তাঁর অবস্থার অবনতি হলে অজ্ঞান অবস্থায় তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ব্যবসায়ী আব্দুল করিমের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। তিনি প্রায় ২৫ বছর ধরে সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।