সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘সিলেটে ১২ করোনা রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্ঠা’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২০, ০৮:৫৪ অপরাহ্ণ
‘সিলেটে ১২ করোনা রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্ঠা’

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে ১২ করোনা রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্ঠা করছেন চিকিৎসকরা। করোনার হাসপাতাল খ্যাত ড. শহীদ সামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন তারা।

আজ ১০ জুন, বুধবার বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন রোগীর অবস্থা খুব খারাপ। আমরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ৪৬ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। তবে আজ হাসপাতালে কেউ মারা যাননি।’

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭২৮ হলেও মঙ্গলবার (৯ জুন) রাতে ঢাকা থেকে আসা আক্রান্ত ৩০ জন কোন স্থানের নির্ধারণ করতে না পারায় তাদের এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে অধিদপ্তরের সিলেট কার্যালয় বিভাগে আক্রান্ত দেখিয়েছেন ১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মারা গেছেন ৩৮ জন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০