আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:২৫

গোয়াইনঘাটে খাসিয়ার গুলিতে যুবক নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২০, ০৮:২৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে খাসিয়ার গুলিতে যুবক নিহত

নিহত নাম মিন্টু মিয়া

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ ১০ জুন, বুধবার বিকেলে নিহত মিন্টু মিয়া আম কুড়াতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে তিনি নিহত হন।

উপজেলার বিছনাকান্দি সীমান্তের কুলুমছড়ার পাড় এলাকার ১২৬৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত নাম মিন্টু মিয়া (২৫) উপজেলার রস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মিন্টু মিয়া গতকাল সকালে ভারতের অভ্যান্তরে প্রবেশ করে খাসিয়াদের বাগান থেকে আম কুড়াতে যায়।

এ সময় স্থানীয় খাসিয়ারা তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর খাসিয়ার তার মরদেহ বাংলাদেশের সীমান্তের কাছে ফেলে রেখে যায়।
পরে বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ বাড়িতে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন (সাবই) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে, এ বিষয়ে স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সদস্যদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  মঞ্জু মিয়ার মৃত্যুতে রেড ক্রিসেন্টের শোক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১