আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৩৮

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, শিশু আহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৯, ২০২০, ০৯:২৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, শিশু আহত

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় সঙ্গে থাকা ৩ বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়।

নিহত উজ্জ্বলা রানী দাশ (৩৫) জেলার রাজনগর উপজেলার বড়গাও গ্রামের রাজ চন্দ্র দাসের মেয়ে। আহত শিশু দেবু দাস (৩)।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় তার।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন, ট্রেন লাইন পার হওয়ার সময় পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা তিন বছরের শিশু সন্তান দেবু দাসের পা কাটা যায়। শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ পাঠানো হয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জিআরপি থানার ওসি জানিয়েছেন।

আরও পড়ুন:  মৌলভীবাজারে পুকুরপাড়ে মিলল স্কুলছাত্রের লাশ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১