আজ সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৪:২৯

হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের প্রাণহানী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২০, ০৯:৫৩ অপরাহ্ণ
হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের প্রাণহানী

হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের প্রাণহানী

সিলেটের বার্তা ডেস্ক:: হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণ পুর গ্রামের মৃত মুনশি মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০), ইসলামপুর গ্রামের রবি উল্লা মিয়ার ছেলে আব্দুস সালাম (৩১)।

আজ ৮ জুন, সোমবার ভোরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রবিবার সকালে তারা দুজন হাকালুকি হাওরে লম্বাবিলে চিমটি জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করতে গিয়ে হাকালুকি হাওরের লম্বা বিল থেকে বাবুলের ঝলসানো লাশ পাওয়া যায়।

পাশে ক্ষতিগ্রস্থ নৌকাটি পাওয়া গেলেও আবুল কালামকে পাওয়া যায়নি। এলাকাবাসী আবুল কালামের সন্ধানে হাওরে তল্লাশী চালিয়ে আজ লাশ দুপুরে উদ্ধার করেন। দুপুর ২ টা ৩০ মিনিটে জানাজা শেষে কালীকৃষ্ণ গ্রামের স্থানীয় গ্রামে লাশ দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম,পির সাথে এ বিষয়ে কথা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশনাও দিয়েছেন তিনি। প্রতিটি পরিবারকে বিশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা সহায়তা করা হবে বলে জানান।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম,পি তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। এবং নিহতের দুই পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিবেদকে জানিয়েছেন।

আরও পড়ুন:  জাতীয় শোক দিবসে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০