সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর নয়াসড়কে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন-নূর ইসলাম (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাহারপাড় গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে ও রিপন মিয়া (৪০) শহরতলীর শাহপরাণের উত্তর মোকেমেরগুল গ্রামের প্রয়াত নূর উদ্দিন মিয়ার ছেলে।
রবিবার রাত ১১টার দিকে নয়াসড়ক থেকে হাওয়াপাড়ার প্রবেশ মুখে অভিযান পরিচালনা করা তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।