নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনার সর্বাধিক ঝুঁকিতে রয়েছে সিলেট জেলার মধ্যে জকিগঞ্জ উপজেলা। এই উপজেলাটিতে আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
গত ২৪ ঘন্টায় চিকিৎসকসহ নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। এনিয়ে জকিগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭-জনে।
রবিবার রাতে চিকিৎসকসহ মোট ১১জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এতে পুরো উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে।
নতুন ১১ জনের তালিকায় রয়েছেন জকিগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালের ডা. মোয়াজ্জেম ইসলাম(২৯), উপজেলা পরিষদ অফিসের অফিস সহায়ক ভরন এলাকার বাসিন্দা শাহরিয়ার আহমদ মুন্না(২৮), ভূমি অফিসে কর্মরত গন্ধদত্ত গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক বাশার (৩০), কৃষি ব্যাংকে কর্মরত মো. হোসেন (২৮), হিরা লাল বিশ্বাস(৫৭), আল মদিনা একাডেমীর শিক্ষক আকরাম আহমদ(২৩), এফআইভিডিবিতে কর্মরত জুবায়ের আহমদ (২৮), পৌর এলাকার কেছরী গ্রামের বাসিন্দা আনজর আল মনির (২৫), ছয়েলেন গ্রামের বাসিন্দা আহমদ আল ফাহিম (১৮), আহমদ জামান (৩৫) ও খলাছড়া গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদ।