
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড-১৯ করোনায় আক্রান্তের সংখ্যা।
রবিবার (০৭জুন) সিলেটের দু’টি ল্যাবে নতুন করে ৩৬ জনের শরীরে সনাক্ত করা হয়েছে করোনা ভাইরাস।
সিলেটের দু’টি পিসিআর ল্যাবে একদিনে দুই চিকিৎসকসহ আরও ৭০ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৩৬জন ও সুনামগঞ্জের ৩৪জন।
রোববার (৭জুন) ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা সনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, রোববার হাসপাতালের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজন চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের একজনসহ ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর ও মহানগর এলাকার ২০জন, জকিগঞ্জের ১১জন, বিয়ানীবাজারের চারজন ও ওসমানীনগরের একজন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সুনামগঞ্জ জেলার বাসিন্দা।