
নিজস্ব প্রতিবেদক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানাধীন গোটাটিকর পয়েন্টের রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত যুবক (১৮) কে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ ৭ জুন, রবিবার বিকেল ৪টার দিকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।
অজ্ঞাত এই যুবকের পরিচয় জানতে পরিবারের সন্ধান কামনা করা হয়েছে।
বর্তমানে এই যুবক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড নং ২৬, ইউনিট-৪ এর বারান্দায় বেড নং- এক্সট্রা ১৭ মূলে চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিচয় সনাক্ত করতে পারলে ০১৭১২-৩২৯৪৫৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।