আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:১৪

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে কামরান, দোয়া চাইলেন সিলেটবাসীর কাছে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২০, ০৫:৫৩ অপরাহ্ণ
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে কামরান, দোয়া চাইলেন সিলেটবাসীর কাছে

নিজস্ব প্রতিবেদক::  ড. শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে ওসমানী বিমানবন্দরে নেওয়া হল করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে।

আজ ৭ জুন, রবিবার বিকেল সাড়ে ৫টায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের সিদ্ধান্ত নেন পরিবার।

শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় দলের নেতাকর্মীরা কান্নজড়িত কন্ঠে, অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে বিদায় দেন।

এসময় সিলেটবাসীর কাছে তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর।

বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:  ২০ দিন পর করোনা মুক্তের ছাড়পত্র পেলেন মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭