সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কামরানের অবস্থা সূচনীয়, ঢাকায় নেয়া হচ্ছে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২০, ০৫:২৩ অপরাহ্ণ
কামরানের অবস্থা সূচনীয়, ঢাকায় নেয়া হচ্ছে

করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সিদ্ধান্তে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নেয়ার সিদ্ধান্ত হয়। আজই সিলেট থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কামরানের ঘনিষ্টজন সিলেট সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন ও সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী কাবুল।

এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর।

বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০