আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৩৪

সিলেটে করোনায় আক্রান্ত দুই সাংবাদিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২০, ০৭:৫৯ অপরাহ্ণ
সিলেটে করোনায় আক্রান্ত দুই সাংবাদিক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে এবার আরও দুইজন সাংবাদিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন দৈনিক সমকাল এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু এবং সিলেট সান ডট কম’র বার্তা সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান সুলতান সুমন।

বর্তমানে তারা দুজনেই সুস্থ আছেন। তারা নিজেরা বাসায় আইসোলেশনে আছেন। এর আগে সিলেটের আরো ৪ টিভি সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন।

ফয়সল আহমদ বাবলু ও সুলতান জানিয়েছেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন একস্থান থেকে তারা আক্রান্ত হয়ে থাকতে পারেন।

আক্রান্তরা আরো জানান, তাদের শরীরে একটু জ্বরের লক্ষণ দেখা দেওয়ায় ৩১ মে কোভিড-১৯ টেস্ট করান। আর ৪ মে তাদের পজেটিভ রেজাল্ট আসে। তবে বর্তমানে তারা দু’জন সুস্থ আছেন। তাদের শরীরে বর্তমানে কোন উপসর্গ নেই এবং দুজনই আইসোলেশনে রয়েছেন।

ফয়সল আহমদ বাবলু ও সুলতান সুমন সবার কাছে দোয়া চেয়েছেন। আর সবাইকে সতর্কতার সাথে চলাচল করার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে সিলেটের আরো ৪ সাংবাদিকের শরীরে কোভিড-১৯ পজেটিভ আসে । তাদের মধ্যে রয়েছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ, যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পাল, ইন্ডিপেণ্ডেন্ট টেলিভিশনের মাধব কর্মকার ও চ্যানেল এস এর রুহিন আহমদ। তারা সবাই সুস্থ রয়েছেন এবং আইসোলেশন পালন করছেন।

আরও পড়ুন:  এয়ারপোর্টে পালিয়ে গেলেন স্বামী, গাঁজাসহ স্ত্রী আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১