আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪০

গোয়াইনঘাটে একই পরিবারের চারজনসহ করোনায় আক্রান্ত ১০জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২০, ০৪:৪১ অপরাহ্ণ
গোয়াইনঘাটে একই পরিবারের চারজনসহ করোনায় আক্রান্ত ১০জন

আবুল হোসেন, গোয়াইনঘাট সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের চারজনসহ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০জন।

আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যও রয়েছেন।

আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার রাহুল সরকার (৩৬), ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. আবু সালেহ (৩৪), থানা পুলিশ সদস্য মেহেদী হাসান (২১) ও রতন দোসার (২৬), উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমান (৩০) ও রিয়াজ আলী (২০), নলজুরি গ্রামের আব্দুল কায়ুম এর স্ত্রী জেসমিন বেগম (২৮) তার মেয়ে বৃষ্টি (১১), বর্ষা (০৮) এবং আড়াই মাস বয়সী ছেলে তানজিলসহ একই পরিবারের চারজন।

এ নিয়ে উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

আরও পড়ুন:  সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক 'হত্যা' ইনচার্জ আকবরসহ ৪ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১