
সিলেটের বার্তা ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার সকালে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার (৬জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৫ জুন) ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট আসে করোনা্ পজিটিভ।
বদর উদ্দিন আহমদ কামরান করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিজে নিশ্চিত করে জানান, রিপোর্ট জানার পর বাসায় তিনি আইসোলেশনে আছেন।
তিনি জানান, বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় রিপোর্ট আসে পজিটিভ।
এর আগে সাবেক এই মেয়র ও তাঁর স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষা হলে তাঁর (কামরান) রিপোর্ট নগেটিভ আসলেও স্ত্রীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এর পর থেকে ছড়ারপারের বাসায় আইসোলেশনে চিকিৎসা চলে আসমা কামরানের।