আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:০৬

চলে গেলেন সিলেট আ’লীগের ‘প্রাণকর্মী’ মঞ্জু মিয়া

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২০, ১২:২১ অপরাহ্ণ
চলে গেলেন সিলেট আ’লীগের ‘প্রাণকর্মী’ মঞ্জু মিয়া

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট আওয়ামী লীগের পরিচিত মুখ ও প্রাণ কর্মী মঞ্জু মিয়া ইন্তেকাল করেছেন।

আজ ৬ জুন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি…রাজিউন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এর আগেই গত বৃহস্পতিবার (৪ জুন) মঞ্জু মিয়ার শরীরে নিউমোনিয়া দেখা দিলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, সিলেটের সর্বস্তরের মানুষের কাছে মঞ্জু মিয়া ‘মাইক মঞ্জু’ নামে পরিচিত ছিলেন। তাঁর প্রাণের সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ সকল কেন্দ্রীয় নেতাদের কাছেও মঞ্জু মিয়ার বেশ পরিচিতি ছিলো। সিলেট আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে মাইক হাতে নিয়ে বেরিয়ে পড়তেন মঞ্জু । এই মাইকিংয়ের বিনিময়ে কখনো পারিশ্রমিক পেয়েছেন-কখনো পাননি। তবুও দলের কাজে পিছপা হননি।

২০১৪ সালের শেষে দলীয় কর্মসূচির মাইকিংয়ের সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। সে যাত্রায় বেঁচে গেলেও বাম হাত আর পা অবশ হয়ে মঞ্জুর জীবনে কঠিন সংগ্রাম শুরু হয়।

২০২০ সালের মার্চ মাসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে মঞ্জু মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। সম্মান পেয়ে খুশি হয়েছিলেন মঞ্জু, নতুন আশা জেগেছিলো প্রাণে। কিন্তু সুস্থতা আর সঙ্গী হয়নি তাঁর। অবশেষে অসুস্থতার কাছে পরাজিত হয়ে আজ চলেই গেলেন না ফেরার দেশে।

আরও পড়ুন:  সিলেটে সাংবাদিকদের ফুটবলযুদ্ধ শুরু বৃহস্পতিবার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১