সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এবার দেড় মিটার দূরত্ব বজায় রাখবে জুতা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২০, ০৪:৩৬ অপরাহ্ণ
এবার দেড় মিটার দূরত্ব বজায় রাখবে জুতা

সিলেটের বার্তা ডেস্ক:: এবার দেড় মিটার দূরত্ব বজায় রাখবে জুতা। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বাজারে এসেছে সামাজিক দূরত্বের এই জুতা।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে শুরু থেকেই সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। সেটিকে গুরুত্ব দিতে গিয়ে রোমানিয়ার এক জুতা কারিগর বানালেন অদ্ভূত এক জুতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দুই মাস লকডাউন শেষে মে মাসের মাঝামাঝিতে ইউরোপের দেশটিতে বিধিনিষেধ শিথিল করা হয়। এখন সামাজিক দূরত্ব রেখে মানুষের চলাফেরার জন্য গ্রিগোর লুপ নামে ওই কারিগর বানিয়েছেন বিশেষ এক জুতা।

ক্লুজ নাপোকা শহরের বাসিন্দা লুপের বানানো এই চামড়ার জুতা ৭৫ ইউরোপিয়ান মাপের। এটি পায়ে হাঁটলে এক ব্যক্তি সহজে আরেকজন থেকে নির্দিষ্টি দূরত্ব রাখতে পারবে।

৩৯ বছর ধরে জুতা বানিয়ে আসা লুপ বলেন, আপনি দেখবেন রাস্তায় মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে না। আমি আমার বাগানের জন্য চারা কিনতে বাজারে গিয়েছিলাম, সেখানে দেখি মানুষেরা গা ঘেঁষাঘেঁষি করে চলা ফেরা করছে।

নতুন ডিজাইনের এই জুতা সম্পর্কে তিনি বলেন, দুইজন ব্যক্তি এই জুতা পায়ে দিলে পরস্পরের মধ্যে সহজে অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে পারবে।

২০০১ সাল থেকে নিজের নামেই জুতার দোকান খুলেন লুপ। লুপস শপ মূলত থিয়েটার এবং অপেরা হাউজের জন্য দেশজুড়ে জুতা বিক্রি করে।

করোনা মহামারীর ফলে ক্ষতির মুখে পড়ে লুপের জুতা বিক্রির ব্যবসা। তবে তিনি আশাবাদী নতুন এই জুতা তার বিক্রি আবারও বাড়িয়ে দেবে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০