আজ বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৪৭

শামসুদ্দিন হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রীর ভেন্টিলেটর উপহার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২০, ০৪:৩০ অপরাহ্ণ
শামসুদ্দিন হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রীর ভেন্টিলেটর উপহার

সিলেটের বার্তা ডেস্ক:: শহীদ শামসুদ্দিন হাসপাতালে দুইটি ভেন্টিলেটর উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

মহামারী করোনাভাইরাসের চিকিৎসার জন্য পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে এই ভেন্টিলেটর দুটি হাসপাতালে উপহার দেন।

আজ ০৫ জুন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলও উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের অধীক্ষক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।

ভেন্টিলেটর উপহার দেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান বলেন, সিলেটে করোনা চিকিৎসার শুরু থেকেই প্রতিনিয়ত পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের খোঁজখবর রাখছেন। বিভিন্ন সময় চিকিৎসাসামগ্রী ও সুরক্ষাসামগ্রী দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। করোনা চিকিৎসার জন্য ভেন্টিলেটর খুবই প্রয়োজনীয়। তাই আমি আশাবাদি তাঁর এই উপহার সিলেটের করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেশিয়া বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ডালিম, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ প্রমুখ।

এই দুটি ভেন্টিলেটর নিয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলে মোট ১৬টি ভেন্টিলেটর হলো। করোনা চিকিৎসা শুরু পূর্বে এই হাসপাতালে মাত্র দুটি ভেন্টিলেটর ছিল। পরবর্তীতে এ হাসপাতালের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো ৯টি ভেন্টিলেটরের ব্যবস্থা করে দেন পররাষ্ট্রমন্ত্রী। আজ তিনি ব্যক্তিগত তহবিল থেকে আরো দুটি ভেন্টিলেটর উপহার দিলেন।

আরও পড়ুন:  পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টা: দশবছর পর আলোর মুখ দেখছে সিলেট বিমানবন্দর-বাদাঘাট-তেমুখি সড়ক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০