
সিলেটের বার্তা ডেস্ক:: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
ব্রেইন স্ট্রোক করার পর করোনা আক্রান্ত এই নেতার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে
আজ ০৫ জুন, শুক্রবার দুপুরে নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ কথা জানিয়েছেন।
সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর অস্ত্রোপচার ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন।
এর আগে শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করার পর তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে উনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।’
দেশবাসীর কাছে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া চেয়েছে তার পরিবার।
ব্রেইন স্ট্রোক করায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।
রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়।
মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম।