
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে মহামারী করোনাভাইরাস সংক্রমণ দিনদিন বাড়তেই আছে। বৃহস্পতিবার (০৪ জুন) সিলেট বিভাগে ৯১ জনের শরীরে মরণব্যাধি এই ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে।
এদের মধ্যে সিলেট জেলায় ৬০জন ও সুনামগঞ্জে ৩১জন।
বৃহস্পতিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, র্যাব-পুলিশ ও সাংবাদিকও রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, র্যাব-পুলিশ ও সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে।
এনিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৯ জনে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন ৫৮ জন।
মোট আক্রান্তদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।