
লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে হৃদয় মিয়া নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হৃদয় মিয়া মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের হোসেনের ছেলে ও জগদীশপুর জে সি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) বাড়ির পাশে জাম কুড়াতে যায়।
এসময় পাশের বাড়ির তকদীর হোসেনের ছেলে হৃদয় মিয়া ঘুড়ি ওড়ানোর লোভ দেখিয়ে ঘুড়ির সুতা ঠিক করে দেওয়ার কথা বলে ওই শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।