নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট থেকে ২৩ পিস লাল বড়ি (ইয়াবা ট্যাবলেট) ও পিকআপ গাড়িসহ সুমন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক সুমন মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের শাহাদাত মিয়ার ছেলে।
আজ ০৪ জুন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন জালালাবাদ গ্যাস ভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা বড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা।