সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় চায় পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৪, ২০২০, ০৬:২৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় চায় পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জে খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের খাল থেকে ভাসমান অবস্থায় গলিত ৪০ বছর বয়সী অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদশী ও পুলিশ জানায় লাশটি ভাসতে ভাসতে মজিদপুর গ্রামের খাল দিয়ে প্রবেশের সময় মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর নজরে আসলে এলাকার লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কে খবর দিলে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

৪ জুন বৃহস্পতিবার বিকালে লাশের পরিচয় সনাক্ত করতে উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাহায্য কামনা করে। থানার এসআই আতিকুর রহমান বলেন, এখনও পর্যন্ত অজ্ঞাত নামা ব্যক্তির লাশ পাওয়া যায় নাই। মৃত ব্যক্তির ছবি দেখে কেহ চিনিতে পারেন তাহলে মোবাইল নং-০১৭১৩-৩৭৪৪২০ (ওসি),০১৯৯২-০৫১০০৩ (ডিউটি অফিসার), ০১৭১৩-৬০৯৮৯৭ (এসআই আতিকুল আলম খন্দকার ) নাম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০