সিলেটের বার্তা ডেস্ক:: ত্রাণের জন্য কোনো প্রকার টাকা নেয় না রেড ক্রিসেন্ট। সম্প্রতি সিলেটের বালাগঞ্জে কতিপয় দুষ্কৃতিকারীরা রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নাম ভাঙিয়ে ত্রাণসামগ্রী দেয়ার প্রলোভন দিয়ে সিলেটের গ্রামীণ জনপদের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। যা খুবই দুঃখজনক।
এই ঘটনার সাথে সিলেট রেড ক্রিসেন্টের সম্পৃক্ততা নেই উল্লেখ করে বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটসহ বাংলাদেশের যে কোনাে দুর্যোগময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান কার্যক্রমে উপকারভোগীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেয়া না।
ত্রান বা টাকা দেয়ার নাম করে কেউ যদি কারো কাছে টাকা বা উপহার দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে আইনী সহায়তা কিংবা নিকটস্থ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করার আহবান জানিয়েছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
এদিকে ত্রাণ সংক্রান্ত বা বিশেষ প্রয়োজনে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল (০১৭১৫-৭৭৭৫৪০) ও উপ পরিচালক আব্দুস সালাম (০১৭২১৬১৮৯০৩) এর সাথে মুঠোফােনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।