সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মিশা-জায়েদের বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২০, ০৫:৫৪ অপরাহ্ণ
মিশা-জায়েদের বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ

মিশা-জায়েদের বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ


বিনোদন বার্তা:: মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার লিখিত অভিযোগ করেছেন হিরো আলম।

শিল্পী সমিতির এই দুই নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগও রয়েছে হিরো আলমের লিখিত অভিযোগপত্রে।
এই বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই নেতার বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।

সেখানে জানান, মিশা ও জায়েদ তাকে গণমাধ্যমে হেয় প্রতিপন্ন করেছেন।

হিরো আলম লেখেন, “বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেহ চিনেন না ও জানেন না।”

এ কারণে তার সম্মানহানি হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

সম্প্রতি চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরো আলমকে চিনতে পারেননি, আর সাধারণ সম্পাদক জায়েদ খান হিরো আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করায় বেশ কিছু দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন হিরো আলম। আর এবার লিখিত অভিযোগ জমা দিলেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১