আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫২

কদমতলীতে সংঘর্ষ: দেড় হাজার জনকে আসামী করে মামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২০, ০৫:১৮ অপরাহ্ণ
কদমতলীতে সংঘর্ষ: দেড় হাজার জনকে আসামী করে মামলা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের দক্ষিণসুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দেড় হাজার জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানায় পুলিশের পক্ষে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা পনেরশো’র অধিক লোকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে, মঙ্গলবার বিকেলে কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দু’পক্ষ। আহত হয় অন্ততঃ ৩০ শ্রমিক। ভাঙচুর হয় কয়েকটি যানবাহন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক শ্রমিক কল্যাণ ফান্ডের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিবাদে জড়িয়েছে শ্রমিকদের দুটি পক্ষ।
গেলো ঈদের আগে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এসময় অর্থ আত্মসাতের অভিযোগটি সামনে আসে।

আরও পড়ুন:  ৪ মার্চ মহানগর আ.লীগের কার্যকরী কমিটির প্রথম সভা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১