আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:০২

দেশে করোনায় আক্রান্ত অর্ধলক্ষ, মৃত্যু ৭শ’ ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২০, ০৩:৫৯ অপরাহ্ণ
দেশে করোনায় আক্রান্ত অর্ধলক্ষ, মৃত্যু ৭শ’ ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় নতুন ৩৭ জনের মৃত্যুসহ এ নিয়ে আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু ৭০০ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭০৯ জনের। নতুন ৫২৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা বিভাগের। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। আর মৃতদের বেশির ভাগই পুরুষ।

দেশে কভিড-১৯ শনাক্তের হার ২২.৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থতার হার ২১ শতাংশ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো ওষুধও।

বিশ্বজুড়ে এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস কেড়ে নিয়েছেন ৩ লাখ ৭৫ হাজার প্রাণ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৮০ হাজার।

আরও পড়ুন:  সিলেটে এবার করোনায় আক্রান্ত সাংবাদিক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১