আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৩২

এবার করোনায় আক্রান্ত আরিফপত্নী সামা হক চৌধুরী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২০, ০৩:২২ পূর্বাহ্ণ
এবার করোনায় আক্রান্ত আরিফপত্নী সামা হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:: এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল।পরীক্ষার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আছেন।

প্রসঙ্গত, গত ২৭ মে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সহধর্মিণী এবং সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।বাসায় আইসোলেশনে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন:  ৮ হাজার বাংলাদেশিসহ ১১ লাখ শিক্ষার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০