আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১০

মৌলভীবাজারে মাস্ক না পড়ায় জরিমানা গুনলেন ১৪ জন পথচারী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২, ২০২০, ০৮:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে মাস্ক না পড়ায় জরিমানা গুনলেন ১৪ জন পথচারী

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে মুখে মাস্ক না পড়ার কারণে জরিমানা গুনলেন ১৪ জন পথচারী ও ব্যবসায়ী।

আজ ২ জুন, মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪ জনকে মোট ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করেন।

জানা যায়, শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে মাস্ক না পরে বের হওয়া এবং সামাজিক দূরত্ব না মানায় পথচারী ও ব্যবসায়ী সহ মোট ১৪ জনকে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুলাউড়া থানার পুলিশ অংশগ্রহণ করে।

আরও পড়ুন:  কুলাউড়া জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ'র ছাত্র মৌলভীবাজারের সেরা হাফেজ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১