সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে মুখে মাস্ক না পড়ার কারণে জরিমানা গুনলেন ১৪ জন পথচারী ও ব্যবসায়ী।
আজ ২ জুন, মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪ জনকে মোট ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করেন।
জানা যায়, শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে মাস্ক না পরে বের হওয়া এবং সামাজিক দূরত্ব না মানায় পথচারী ও ব্যবসায়ী সহ মোট ১৪ জনকে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুলাউড়া থানার পুলিশ অংশগ্রহণ করে।