
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে তিন গরুচোরকে আটক, করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-মৃত আব্দুন নূর ছেলে মানসীনগর সইদুর রহমান (৪০), ছাতকের করছখালির মৃত মুজাম্মিল আলী ছেলে ওয়ারিছ আলী (৪০), দক্ষিণ সুনামগঞ্জে কাড়াইয়ের -গোলাম রব্বানীর ছেলে কবির মিয়া (৩৫)।
আজ ০২ জুন, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, সোমবার (০১ জুন) রাত সোয়া ১টায় এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ শিবেরবাজারস্থ নোয়াগাঁও হেংলাকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদের নির্দেশে এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ জনতার সহায়তায় চোরাই গরুসহ ৩ জন গরুচোর আটক করা হয়েছে।