
আবুল হোসেন, গোয়াইনঘাট সংবাদদাতা::আগামি ১৫ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে৷
সোমবার (০১জুুুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এতে মোঃ মিনহাজ উদ্দিন পেয়েছেন ক্যামেরা, মনজুর আহমদ পেয়েছেন দোয়াত কলম এবং এম.এ মতিন পেয়েছেন কম্পিউটার প্রতিক।
নির্বাচন পরিচালনা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হারুন অর রশীদ, নির্বাচন কমিশনার ইমরান হোসেন সুমন ও সুবাস দাস এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।