সিলেটের বার্তা ডেস্ক:: জেএমবির সক্রিয় ৬ সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার রাত ১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার সাকলা বীরপাড়ার মৃত জহুর মোল্লার ছেলে সাকিরুল ইসলাম (৫১), চাকলা দুভনীপাড়ার মৃত আঙুর মুনসীর ছেলে তরিকুল (৪৭), ঘোনটোলার মৃত উনুসাহাকের ছেলে শনারুল ইসলাম (৪০), বাজারপাড়ার মৃত আতাউর রহমানের ছেলে বাবুল আক্তার (৪০), ভোদনীপাড়ার মৃত নেফাউর রহমানের ছেলে ইকরামুল হক (৫০) ও বিশ্বাসপাড়ার মৃত তালেব আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০)।
সোমবার র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাতে র্যাব-৫, মোল্লাপাড়ার একটি দল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৬ সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।