সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনা নয়, নিউমোনিয়ায় হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২০, ০৯:৩৯ অপরাহ্ণ
করোনা নয়, নিউমোনিয়ায় হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিম ●ফাইল ছবি


সিলেটের বার্তা ডেস্ক:: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত নন, হঠাৎ করে তাঁর নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০১ জুন) দুপুরের দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ছেলে তানভীর শাকিল জয়।

তানভীর শাকিল জানান, ‘এমনিতেই বাবার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছে। আজকে নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় জরুরিভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেছি। এখন অবস্থা স্থিতিশীল।’

জয় আরও বলেন, ‘এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই। আমরা চার দিন আগে নিজেরাই বাবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে। তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারও স‌্যাম্পল নেওয়া হয়েছে, রেজাল্ট এখনও পাইনি।’


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০