আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:০৮

হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ভাড়াটিয়ার মৃত্যু, লকডাউন মেয়রের বাসা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২০, ০৫:৪৫ অপরাহ্ণ
হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ভাড়াটিয়ার মৃত্যু, লকডাউন মেয়রের বাসা

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ভাড়াটিয়ার মৃত্যুর ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর মেয়রের বাসা লক ডাউন করেছে প্রশাসন।

জানা যায়, আজ ০১ জুন, সোমবার করোনার উপসর্গ নেয়ে মারা যাওয়া সুমন মোহন্ত শায়েস্তাগঞ্জের মেয়র ছালেক মিয়ার ভাড়াটিয়া। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন।

এদিকে বেলা ২টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার গিয়ে পৌরসভার মেয়রের বাসা লকডাউন করেছেন এবং নিহতের সঙ্গে বসবাসকারী ৫ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

এসময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, হোম কোয়ারেন্টিনে রাখা ৫ যুবক হবিগঞ্জের বাইরের বাসিন্দা। তারা যেহেতু করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সুমন মোহন্তের সঙ্গেই থাকতেন তাদেরকে টেষ্ট করানো হবে।

আরও পড়ুন:  ওসি চাইলেন ৩০০ প্লেট কাচ্চি, গঠন হলো তদন্ত কমিটি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১