আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৬

আরও ২২জনের প্রাণহানী, মৃত বেড়ে ৬৭২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২০, ০৪:১১ অপরাহ্ণ
আরও ২২জনের প্রাণহানী, মৃত বেড়ে ৬৭২

সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যাধি করোনাভাইরাসে দেশে আরও ২২জনের প্রাণহানী ঘটেছে। এনিয়ে মোট মারা গেছেন ৬৭২ জন।

গত ২৪ ঘন্টায় মহামারী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন।

সোমবার (০১ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ২০ হাজার ৩৬৯টি।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন, নারী তিন জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই, বরিশাল বিভাগে রয়েছেন এক জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আট জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন এক জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৪৯ জন। মোট আইসোলেশনে আছেন ছয় হাজার ২১ জন।

আরও পড়ুন:  কোপার ফাইনালে উরুগুয়েকে পেল আর্জেন্টিনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১