সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় ২৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-৯’র সদস্যরা।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯।এসময় আটককৃতদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারাবই গ্রামের মৃত সাহাবউদ্দিনের ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার বাসিন্দা সোহেল আহমদ (৩৫) ও জকিগঞ্জ উপজেলার বারজনী গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে বর্তমানে নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ওরফে আয়নাল হক (৪০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট এয়ারপোর্ট থানাধীন জালালাবাদ আবাসিক এলাকার মুল ফটকের সামনে থেকে থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদ্বয়কে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।