নিজস্ব প্রতিবেদক:: কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পর এবার শ্বাসকষ্ট নিয়ে ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন সিসিকের কাউন্সিলর ইলিয়াছুর রহমান।
আজ ৩১ মে, রবিবার বিকেলে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তবে তিনি করোনায় আক্রান্ত নন, তার শ্বাসকষ্ট আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘ইলিয়াছুর রহমানের বেশ শ্বাসকষ্ট আছে। তাকে কেবিনে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’
সুশান্ত বলেন, ‘৭-৮ দিন আগে একবার করোনা শনাক্তের পরীক্ষা করিয়েছিলেন ইলিয়াছুর রহমান। তখন তার রিপোর্ট আসে নেগেটিভ। এখন তার শারীরিক লক্ষণের সাথে করোনার উপসর্গের মিল দেখা যাচ্ছে। আবার তার করোনা শনাক্তের পরীক্ষা করা হবে।’
এদিকে, কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা