সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজার ঘরে ঢুকে গলাকেটে এক বৃদ্ধকে হত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি আজ রবিবারজেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘরের মানিক হাওর এলাকায় ঘটেছে। নিহত আনোয়ার হোসেন (৬০)।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিঙ্গাসাবাদের জন্য বাড়ির ৩ জন মহিলাকে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, মানিক হাওরে হাঁস পালন নিয়ে আলকাছ মিয়া ও আবুল মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে আবুল মিয়া বাদী হয়ে আলকাছ মিয়াসহ আরো ১০/১২ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকে আলকাছ মিয়া সহ বাড়ির অন্যান্য পুরুষ সদস্য গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে থাকতেননা। বাড়ির কেয়ার টেকার হিসেবে নিকট আত্মীয় ষাট উর্ধ্বো নিহত আনোয়ার হোসেন বাড়িতে থাকতেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ৩ জনকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে বলেন, পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এলাকায় আগে থেকেই বিরোধ ছিল বলেও জানান তিনি।