আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪২

সিলেট বোর্ডে ফেল ২৪ হাজার ৬২৪ পরীক্ষার্থী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২০, ০৬:৩৫ অপরাহ্ণ
সিলেট বোর্ডে ফেল ২৪ হাজার ৬২৪ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:: সিলেট শিক্ষাবোর্ডে ফেল করেছেন ২৪ হাজার ৬২৪ জন এসএসসি পরীক্ষার্থী।সিলেট শিক্ষাবোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি বাড়লেও ফেল করেছেন ২৪ হাজার ৬২৪ জন শিক্ষার্থী।

এ বছর এ শিক্ষাবোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ১ লাখ ১৬ হাজার ১০৪ জন। এদের মধ্যে পাস করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে। এবার এ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।

এ তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাস করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাশের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ।

হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাশের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।

মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ।

সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।

এবার বিজ্ঞান বিভাগে পাশের হার ৯০ দশমিক ৪৬ শতাংশ, মানবিক বিভাগে ৭৪ দশমিক ৭৬ শতাংশ এবং ব্যবসা প্রশাসন বিভাগে পাশের হার ৪৭ দশমিক ৪০ শতাংশ।

আরও পড়ুন:  সিলেট জেলা যুবদলের কমিটিতে স্থান পেলেন যারা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১