সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এসএসসির ফল: সিলেটে পাসের সাথে বেড়েছে জিপিএ-৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২০, ০১:২১ অপরাহ্ণ
এসএসসির ফল: সিলেটে পাসের সাথে বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক:: এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে পাসের সাথে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস করেছে ৭৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী। যা গত বছরের থেকে ৭ দশমিক৯৬ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।শুধু পাশের হারই নয়, বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও।এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৭৫৭ জন। গত বছরের চেয়ে ১হাজার৫শ’৬টি বেশি।

রোববার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট সিলেট শিক্ষা বোর্ডের কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
এরমধ্যে সিলেট জেলায় পাশের হার ৮০.৯৬ শতাংশ, মৌলভীবাজার জেলায় পাশের হার ৮০. ৮৮ শতাংশ, সুনামগঞ্জ জেলায় পাশের হার ৭৮.৬০ শতাংশ আর হবিগঞ্জে পাশের হার ৭২.৭৩ শতাংশ।
অন্যদিকে এবার ৪ হাজার ২৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে সিলেটে জেলার ২ হাজার ১৮০ জন, সুনামগঞ্জ জেলার ৪১৩ জন, হবিগঞ্জের ৬০৫ এবং মৌলভীবাজারের ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০